QUICK OVERVIEW:
6 Night's 5 Day's
১ম দিন :
★ সকালে ইনশাআল্লাহ আমরা বুড়িমারী পৌঁছে ব্রেকফাস্ট নিজ ব্যবস্থাপনায় করবো। বর্ডারের আনুষ্ঠানিকতা শেষ করে শিলিগুড়ির উদ্দেশে যাত্রা করবো । যাএা পথে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকালের মাধ্যে গ্যাংটকে পৌঁছাবো । রাত্রি যাপন গ্যাংটক হোটেলে ।(লাঞ্চ +ডিনার থাকছে)
২য় দিন :
★ গ্যাংটক সাইটসিইং,সকালের নাস্তা সেরে আমরা চাংগু লেক সাইটসিইং এর উদ্দেশে যাত্রা করবো, চাইলে ক্যাবল রাইড করতে পারেন নিজ ব্যবস্থাপনায়। শেষ করে হোটেলে ফিরে আমরা দুপুরের খাবার খাবো । বিকেলে নিজেদের মতো করে ঘুরাঘুরি শপিং করা এবং রাতের খাবার খেয়ে গ্যাংটক হোটেলে রাত্রি যাপন ।(ব্রেকফাস্ট+লাঞ্চ+ ডিনার থাকছে)
৩য় দিন :
★ কালের নাস্তা সেরে হোটেল থেকে চেক আউট করে গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ৬ ঘন্টা লাগবে । যাএা আমরা দুপুরের খাবার খেয়ে নেবো, লাচুং যাওয়ার পথে সিংহিক ভিউ পয়েন্ট, সেভেন স্টার ওয়াটার ফলস এবং নাগা ওয়াটার ফলস দেখবো। লাচুং পৌছে হোটেলে চেক ইন করব । রাত্রি যাপন লাচুং হোটেলে ।(ব্রেকফাস্ট+লাঞ্চ+ ডিনার থাকছে)
৪র্থ দিন :
★ লাচুং - ইউমথং ভ্যালি ট্যুর -গ্যাংটক সাইটসিইং,সকালের নাস্তা সেরে নর্থ সিকিমের মূল আকর্ষণ ইউমথং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ।ইউমথং ভ্যালি দর্শন শেষে লাচুং হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপরে হোটেল থেকে চেক আউট করে গ্যাংটক এর উদ্দেশে রওনা হব । গ্যাংটক হোটেলে পৌছে রাতের খাবার খেয়ে রাত্রি যাপন।(ব্রেকফাস্ট+ লাঞ্চ +ডিনার থাকছে)
৫ম দিন :
★ সকালের নাস্তা সেরে আমরা গ্যাংটক হোটেল থেকে চেক আউট করে শিলিগুড়ির উদ্দেশে যাত্রা শুরু করবো । গ্যাংটক এর সৌন্দর্য উপভোগ করতে শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে নিবো। খাবার শেষে বুরিমাড়ি এর উদ্দেশ্যে রওনা দিব । বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবো ।(ব্রেকফাস্ট+লাঞ্চ থাকছে)
৬ষ্ঠ দিন :
★ ঢাকায় আগমন সারা রাত্রি বাস জার্নি করে সকালে আমরা ইনশাআল্লাহ ঢাকায় পৌছাবো ।
✅ ঢাকা- বুড়িমারী-ঢাকা , এসি বাস সার্ভিস.
✅ বুড়িমারী -গ্যাংটক-শিলিগুড়ি- লাচুং ট্রান্সপোর্ট খরচ
✅ ৩ রাত গ্যাংটক, ১ রাত লাচুং রাতযাপন স্ট্যান্ডার্ড হোটেল ।
✅ সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ
✅ প্রতিদিন ৩ বেলা খাবার
✅ ভ্রমণ প্রদর্শনের জন্য থাকছে গাইড সার্ভিস
✅ অবশ্যই ১২ জনের গ্রুপ হতে হবে
✅ ভিসা প্রসেসিং।
✅ ব্যক্তিগত খরচসমুহ।
✅ স্পট প্রবেশ ফি।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
১। কাপল / দুই জনের রুমের জন্য প্রতি রাতে ১০০০ টাকা যোগ করতে হবে
★ পোশাক: সিকিম এ শীত তাই শীতের পোশাক অবশ্যই সাথে রাকতে হবে।
বুকিং পলিসি
★ বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবেঃ-
★ অফিসে এসে পেমেন্ট করতে পারেন।
★ বিকাশ পেমেন্ট করতে পারেন।
★ ব্যাংক একাউন্ট পেমেন্ট করতে পারেন.
★ বুকিং শেষ হয়ে যাবার আগেই আপনার ভ্রমণ কনফার্ম করুন।
ভিসা প্রসেসিং করার প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
১। ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট
২। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট অথবা এন্ডোর্সমেন্ট এর জন্য অতিরিক্ত ৮০০ টাকা।
৩। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এন ও সি লেটার (নো অবজেকশন সার্টিফিকেট),
৪। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স এর ফটোকপি
৫। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবীদের জন্যে),
৬। ন্যাশনাল আইডি কার্ডের কপি
৭। ছবি (২''/২'', ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)
৮। বিদু্ৎ/পানি/টেলিফোন বিলের কপি
৯। স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্টদের ক্ষেত্রে)।
ট্যুরে যা দেখবো
★ গ্যাংটক শহর
★ চাংগু লেক
★ বাটারফ্লাই ওয়াটার ফলস
★ সেভেন সি স্টার ওয়াটার ফলস
★ নাগা ওয়াটার ফলস
★ লাচুং শহর
★ ইয়ামথাং ভ্যালী
সময় সাপেক্ষে আরো কিছু স্পট