জয়পুর-আজমির-আগ্রা-দিল্লি
✅ প্যাকেজ মূল্য:৩২,৪৭৫ টাকা (জনপ্রতি)।
✅ প্যাকেজ মেয়াদ: ৭ রাত ৮ দিন।
✅ প্যাকেজ কোড: IND-R-287
ভ্রমণ বিস্তারিতঃ
১ম দিনঃ
★ জয়পুর এয়ারপোর্ট থেকে পিক আপ, দুপুর ১২ ঘটিকায় হোটেল চেক-ইন। সন্ধ্যায় এশিয়ান বিগেষ্ট সিনেমা হল (Raj Mandir Cenama Hall) পরিদর্শন শেষে হোটেলে রাত্রি যাপন।(ঢাকা থেকে জয়পুরের সম্ভব্য ফ্লাইট ভোর: ৪.৪৫ মিনিট,৫.৪৫ মিনিট, দুপুর: ২.৩০ মিনিট, রাত: ৯.৩০ মিনিট)।
২য় দিনঃ
★ সকালে নাস্তা শেষে আজমির শরিফ (Ajmir Sharif) এর উদ্দেশ্যে গাড়িতে করে রওনা সেখানে পৌঁছে পরিদর্শন শেষে রাতে হোটেলে অবস্থান।
৩য় দিনঃ
★ জয়পুর লোকাল সিটি (Jaipur Local City), আমির ফোর্ট (Amer fort), সিটি প্লেস (City Palace), হাওয়া মহল(Hawa-Mahal) ইত্যাদি পরিদর্শন শেষে হোটেলে রাত্রি যাপন।
৪র্থ দিনঃ
★ জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা সেখানে পৌঁছে হোটেল চেক-ইন। দুপরের খাবারের পর তাজমহল(Tajmahal) পরিদর্শন শেষে রাতে হোটেলে অবস্থান।
৫ম দিনঃ
★ সকালের নাস্তা শেষে ফতেপুর শিকরি (Fatehpur_Sikri), আগ্রা ফোর্ট (Agra fort) এবং সিকান্দারা (Sikandra) ইত্যাদি পরিদর্শন শেষে হোটেলে রাত্রি যাপন।
৬ষ্ঠ দিনঃ
★ আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা সেখানে পৌছে হোটেল চেক ইন। সন্ধ্যায় লাল কেল্লা (Evening Visit Light & Sound at Red Fort) পরিদর্শন শেষে রাতে হোটেলে অবস্থান।
৭ম দিনঃ
★ দিল্লি লোকাল সিটি (Delhi Local City), কুতুব মিনার( Kutub Minar), লোটাস টেম্পাল(Lotus Temple), ইত্যাদি পরিদর্শন শেষে হোটেলে রাত্রি যাপন।
৮ম দিনঃ
★ সকালে হোটেল চেক-আউট শেষে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত ট্রান্সপোর্ট সার্ভিস।
প্যাকেজের অন্তর্ভুক্তঃ
✅ থ্রী ষ্টার হোটেল (৭ রাত)।
✅ খাবার: সকাল, দুপুর, রাত।
✅ পার্সোনাল ট্রান্সপোর্ট সার্ভিস (এসি)।
✅ সাইটসিং।
✅ গাইড সার্ভিস।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ বিমান টিকিট (আশা-যাওয়া)
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ ভিসা প্রসেসিং।
✅ সকল প্রকার টিপস।
✅ প্যাকেজের অন্তর্ভূক্ত করা হয়নি এমন সার্ভিস সমূহ।
✅ অনাকাঙ্খিত খরচ যেমন হরতাল, অবরোধ অথবা প্রাকৃতিক দূর্যোগ জনিত কারণে ইত্যাদি।
সাথে যা নেওয়া প্রয়োজনঃ
★ ঢাকার চেয়ে ঠান্ডা হাওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
★ বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা বা রেইনকোট।
★ রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
★ বাইনোকুলার, ক্যামেরা
★ টুথপেষ্ট, টুথব্রাশ, তোয়ালে, কেডস, স্লিপার।
★ জরুরী ঔষধ পত্র।
চাইল্ড পলিসিঃ
১। ০ বছর থেকে ৫ বছরের পূর্ব পর্যন্ত শিশুর জন্য হোটেলের বেড, গাড়ীর সিট বাবা মায়ের সাথে শেয়ার করতে হবে।
২। ৫ বছর থেকে ১২ বছরের পূর্ব পর্যন্ত বাচ্চার জন্য সকল খরচ দিতে হবে ৮০% করে।
শর্তাবলীঃ
১। সর্বনিম্ন ৪ জন হতে হবে যেহেতু পার্সোনাল ট্রান্সপোর্ট সার্ভিস দেওয়া হচ্ছে।
২। গ্রুপ এবং কর্পোরেট ট্যুরের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়!
৩। আমাদের নিয়োমিত এই প্যাকেজগুলো বছরের যে কোন সময় উপভোগ করতে পারবেন। শুধু বিশেষ বিশেষ ছুটির দিন ব্যতিত যেমনঃ ঈদের ছুটি, পূজার ছুটি ইত্যাদি।
৪। প্যাকেজের মূল্য যে কোন সময়ে পরিবর্তন যোগ্য।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমণ সুন্দর ভাবে পরিচালনা সাপেক্ষে সবার কাছে সর্বাত্মক সহায়তা আমাদের একান্ত কাম্য।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
৭। সর্বোপরি বাংলাদেশের সম্মান হানী হয় এমন কোন কাজে লিপ্ত হবনা। যেহেতু আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বিঃদ্রঃ এই মূল্যের প্যাকেজ সেবা নিতে ১ মাস বা তার অধিক সময় পূর্বে বুকিং করুন।